হাইড্রলিক্স কি বা কাকে বলে? হাইড্রলিক্সের প্রয়োগ ক্ষেত্র?

চিত্র : ক্রেন ( হাইড্রোলিক মেশিন )

হাইড্রলিক্স কি বা কাকে বলে? হাইড্রলিক্সের   
     প্রয়োগ ক্ষেত্র

➡️ গ্রীক শব্দ Hudour হতে Hydraulics শব্দটি গৃহীত। Hydour শব্দটির অর্থ পানি। প্রকৌশল বিজ্ঞানের যে শাখা স্থিতিশীল কিংবা গতিশীল অবস্থায় পানি বা অন্য কোন তরল পদার্থের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করে তাকে হাইড্রলিক্স বলে। 


 অন্যভাবে বলা যায়ঃ 
↘️ প্রবাহীর বল বিজ্ঞানের যে অংশটি শুধু মাত্র তরল পদার্থ নিয়ে আলোচনা করে তাকে হাইড্রো-মেকানিক্স বলে। যখন হাইড্রমেকানিক্স ইন্জিনিয়ারিং সমস্যা সমাধানে প্রয়োগ করা হয়, তখন এর নাম হাইড্রলিক্স। 

হাইড্রলিক্স এর প্রয়োগ ক্ষেত্রঃ

➡️ শহরে পানি সরবরাহ ব্যবস্থা পয়ঃপ্রণালি নিষ্কাশন,  কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মান, বিভিন্ন শিল্পকারখানার পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে হাইড্রলিক্সের ব্যাবহারিক প্রয়োগ রয়েছে। পানি বিদ্যুৎ উৎপাদন, পাম্প,হাইড্রলিক্স প্রেস, লিফট জ্যাক, জিগার, একুমুলেটর,  ক্রেন, র‍্যাম ইত্যাদি প্রকৌশল ক্ষেত্রে হাইড্রলিক্স মেশিনারিজের ব্যাবহারিক প্রয়োগ রয়েছে। মোট কথা আধুনিক  সভ্যতার জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে হাইড্রলিক্সের ব্যাবহারিক প্রয়োগ বিদ্যমান। 

Post a Comment

0 Comments

Featured Post

ইট কাকে বলে ? কি দেখে বোঝব ইট টি ভালো?