ইট
ভূমিকা: বর্তমান যুগে ইট হলো একটি অত্যাবশ্যকীয় নির্মাণ উপকরণ। ইট হলো মূলত কাদা দ্বারা প্রস্তুতকৃত একপ্রকার কৃত্রিম পাথর যার প্রধান বৈশিষ্ট্য হলো কাঁচা অবস্থায় অত্যন্ত নরম থাকে এবং উচ্চতাপে পোড়ানোর পর এটি পাথরের নাই শক্ত হয়।
ইট এর সংজ্ঞা: কাদা দ্বারা প্রস্তুতকৃত আয়তাকার কঠিন পাথরের ন্যায় শক্ত ঘনবস্তু কে ইট বলে ।
উত্তম মানের ইট তৈরিতে যে বিষয়গুলোর ওপর নির্ভর করতে হয় তা হল:
১) ইটের কাদার রাসায়নিক ধর্মের উপর
২) ইটের কাদা প্রস্তুতকরণের উপর
৩) ইট শুকানোর পদ্ধতির উপর
৪) পোড়ানোর সময় চুল্লিতে বায়ু প্রবেশের পরিমাণের উপর
৫) পোড়ানোর সময় তাপমাত্রার উপর
উৎকৃষ্টমানের ইটের উপাদান ও তাদের শতকরা হার
১) সিলিকা _ 55%
২) অ্যালুমিনিয়াম অক্সাইড _ 30%
৩) আয়রন অক্সাইড _8%
৪) ম্যাগনেসিয়াম অক্সাইড_ 5%
৫) লাইম বা চুন _ 1%
৬) জৈব পদার্থ _1%
ইট এর জন্য ক্ষতিকর উপাদান:
১) ক্ষার বা ক্ষার জাতীয় পদার্থ
২) পাথরের টুকরা
৩) চুনাপাথর বা লাইমস্টোন
৪) আয়রন পাইরাইটস
৫) উদ্ভিদ জাতীয় অন্যান্য জৈব পদার্থ
৬) লবণ জাতীয় পদার্থ
উত্তম ইট এর বৈশিষ্ট্য বা গুণাবলী:
১) ইটের আকার আকৃতি ও রং এর মধ্যে সমতা বজায় থাকবে
২) উৎকৃষ্ট বা প্রথম শ্রেণীর ইট এর আকার সমান হবে অর্থাৎ এর তলাগুলো সমান ,কিনারা ও কোনগুলো তীক্ষ্ণ এবং পাশগুলো সমান্তরাল হবে
৩) ইট যথেষ্ট শক্ত হবে এবং ফাটল ও ঝাঁঝরা বিহীন হতে হবে
৪) 24 ঘন্টায় ইট পানিতে ডুবিয়ে রাখলে ইট তার ওজনের 1/6 অংশের বেশি পানি শোষণ করবে না
৫) ইট প্রয়োজনের চেয়ে বেশি বা কম পড়ানো হবে না
৬) একটি ইট কে অন্য আরেকটি ইট এর সাথে বা হাতুড়ে দ্বারা আঘাত করলে ধাতব শব্দ হবে
৭) পানিতে সিক্ত করলে ইটের আয়তন কখনো বাড়বে না
৮) ইট প্রধানত চাপ পীড়ন বহন করে এবং উৎকৃষ্ট ইট এর বিচুর্ণন শক্তি 400 থেকে ৭০০ টন/বর্গমিটার
৯) এধরনের ইট এর প্রতিটির ওজন প্রায় 3.125 কেজি এবং প্রতি ঘনমিটার এর ওজন 1892 কেজি এর কম নয়।
১০) ইংরেজি (T)অক্ষরের নাই স্থাপন করে 1.5 হতে 1.7 মিটার উঁচু হতে শক্ত মাটির উপর ছেড়ে দিলে এধরনের ভাঙ্গে না
১১) উৎকৃষ্ট ইটের কাঠিন্য এমন হবে যে এতে নখ বা ছুরি দিয়ে আঁচড় কাটা যায় না
উপরিউক্ত বৈশিষ্ট্য গুলো যদি কোনো ইটের মধ্যে থাকে তাহলে বোঝতে হবে ইট টি উৎকৃষ্ট মানের বা ভালো মানের।
0 Comments