➡️ বাঁক হল কোন বৃত্ত বা অধিবৃত্তের একটি অংশ বা চাপ বিশেষ যা কৌণিক ভাবে ছেদকৃত দুটি সরলরেখা কে সংযুক্ত করে।
বাঁক সংস্থাপন: বাঁক সংস্থাপনের সূত্রাবলী প্রয়োগ করে বাঁকের প্রয়োজনীয় বিভিন্ন অংশের মান নির্ণয় করে প্রয়োজনীয় যন্ত্রপাতির সাহায্যে সরেজমিনে বাঁকের উপর বা বাঁক বরাবর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে খুঁটি বসানো হয় এবং তাদেরকে সংযোগ করে বাঁকের প্রকৃত অবস্থান মাঠে চিহ্নিত করার প্রক্রিয়াকে বাঁক সংস্থাপন বলে।
বাঁক এর প্রয়োজনীয়তা:
১) যানবাহন কে দুর্ঘটনার হাত হতে রক্ষা করা
২) খালের পার্শ্বদেশের ক্ষয়রোধ করা
৩) রাস্তার দিক পরিবর্তনে যাত্রীদের আরামপ্রদ ভ্রমণ ও নিরাপত্তা বিধান করা
৪) সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুতে হঠাৎ দিক পরিবর্তন জনিত অসুবিধা দূর করার জন্য ক্রমান্বয়ে দিক পরিবর্তনের লক্ষ্য অর্জন করা
৫) রাস্তার দৈর্ঘ্য হ্রাসকরনের জন্য বাঁকের প্রয়োজন হয়
৬) দূরপাল্লার রাস্তায় যাত্রীদের একঘেয়েমি দূর করা ইত্যাদি কারণে বাঁক স্থাপন করা হয়
0 Comments