# লিন্টেলঃ দরজা - জানালা বা কোন ফাঁকা অংশের উপরস্থ লোডকে বহন করার জন্য যে আনুভূমিক কাঠামো নির্মান করা হয় তাকে লিন্টেল বলে।
লিন্টেল বিমের ন্যায় একটি মেম্বার এবং এটি বিমের মতোই কাজ করে। এর প্রস্থ দেওয়ালের প্রস্থের সমান এবং এর উভয় প্রান্ত দেওয়ালের মধ্যে প্রবেশ করানো থাকে। এবং এর উপর আরোপিত লোডকে খাঁড়া ভাবে সাপোর্টে স্থানান্তর করে থাকে।
# লিন্টেল মোট ছয় প্রকার। যথাঃ
১) কাঠের লিন্টেল
২) পাথরের লিন্টেল
৩) ইটের লিন্টেল
৪) আর সি সি লিন্টেল
৫) স্টিলের লিন্টেল
৬) আর বি লিন্টেল
উল্লেখিত লিন্টেলের মধ্যে আর সি সি লিন্টেলের প্রচলন অত্যাধিক।
# লিন্টেলের কাজঃ
১) লিন্টেল এদের উপরস্থ কাঠামো বা দেওয়ালের
ভার বহন করে।
২) লিন্টেল ফোঁকরের পার্শ্বস্থ এবং উপরস্থ দেওয়াল
কে একত্রে সংযুক্ত করে।
৩) দরজা - জানালার ফ্রেম লাগানোর ক্ষেত্রে সুবিধা
প্রদান করে।
৪) কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি করে।
৫) সানশেড অথবা ওয়েদার শেড স্থাপনে কাঠামো
গত সুবিধা প্রদান করে।
0 Comments