আর্চ বা খিলান কাকে বলে? কোন স্থানে আর্চ ব্যবহৃত হয় এবং আর্চের কাজ।

# আর্চ বা খিলানঃ দেওয়ালের দরজা - জানালা বা কাঠামোর যে কোন ফোঁকরের উপরস্থ লোডকে বহন করার জন্য ওয়েজ আকারের ইট বা পাথর ব্লক দ্বারা বিশেষ ভাবে নির্মিত ধনুকাকৃতির গাঁথুনিকে আর্চ বা খিলান বলে। 

এটি ফোঁকরের উভয় পাশের সাপোর্টের উপর অবস্থান করে। পায়ার অথবা এবার্টমেন্ট আর্চের সাপোর্ট হিসেবে কাজ করে। আর্চ তার সাপোর্টের উপর আনুভূমিক ও উল্লম্বিক চাপ প্রয়োগ করে। তাই এবাটমেন্ট শক্তিশালী না হলে আর্চের আনুভূমিক চাপের জন্য সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহন করা উচিত। 

# যেসব স্থানে আর্চ ব্যবহার করা হয়ঃ
 
  ১) যেখানে উপরস্থ লোড বেশি
  ২) যেখানে স্প্যান বৃহত্তর 
  ৩) শক্তিশালী এবাটমেন্ট পাওয়া যায়
  ৪) কাঠামোতে বিশেষ সৌন্দর্য প্রদর্শনের প্রয়োজন 
      হয়
  

# আর্চ এর কাজঃ 

   ১) কাঠামোকে সুন্দর ভাবে প্রদর্শন করা 
   ২) নিজস্ব ওজনসহ এর উপর পতিত অন্যান্য
       ওজনকে বহন করে দুই পার্শ্বের সাপোর্টের উপর 
       ছড়িয়ে দেওয়া
   ৩) ওপেনিং এর পার্শ্বস্থ এবং উপরস্থ দেওয়ালকে 
        একত্রে সংযুক্ত করে শক্তি বৃদ্ধি করা 

Post a Comment

0 Comments

Featured Post

ইট কাকে বলে ? কি দেখে বোঝব ইট টি ভালো?